Religion

  • মানবতাবাদী ধর্ম

    প্রচলিত যে সব ধর্ম তার অধিকাংশই আচারসর্বস্ব ও কুসংস্কারে আচ্ছন্ন। আবার বহু অমানবিক রীতিনীতি ও বিশ্বাসে ভরপুর। মানুষের জন্য প্রকৃত ধর্ম যা হওয়া উচিত তার অধিকাংশই প্রচলিত ধর্মের অনুপস্থিত। আসলে ধর্ম হবে সমাজে সকলের মঙ্গলের জন্য কতকগুলি বিধিব্যবস্থা। অর্থাৎ ধর্ম মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য নয়। কিন্তু প্রচলিত ধর্মে আমরা অনেক ক্ষেত্রেই সেসব দেখতে পাই না। সুতরাং যুক্তিবিজ্ঞান সমন্বিত প্রকৃত মানবিক ধর্মের চিন্তাধারা নিয়ে লেখা এই বিভাগে।


    মানবতাবাদী ধর্ম -এর লেখাগুলো


  • 0 comments:

    Post a Comment

    100%