দলিত সাহিত্য
যারা ব্রাহ্মণ্যধর্মীদের দ্বারা বর্ণপ্রথা তথা জাতপাত ও অস্পৃশ্যতার অজুহাতে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অধিকার থেকে অমানবিকভাবে যুগ যুগ ধরে বঞ্চিত ও নিপীড়িত হয়ে আসছেন তাঁরাই দলিত। তাঁদের দুঃখ, ব্যথাবেদনা, ক্ষোভ ইত্যাদি তাঁদের কলমেই প্রকাশিত যে সাহিত্য তাই দলিত সাহিত্য। উচ্চবর্ণীয় লেখকেরা দলিত সাহিত্য কথাটায় নাক সিঁটকান। তাঁরাই সব ধরনের সাহিত্যের স্রষ্টা বলে সগর্বে দাবি করে থাকেন। একদল দলিত বংশোদ্ভূতরাও ইদানিং এলিট সম্প্রদায়ভুক্ত হয়েছেন ভেবে তাঁদের সঙ্গে গলা মেলান। দলিত সাহিত্য তো দূরস্থান, ‘দলিত’ কথাটাতেই তাঁদের আপত্তি।
তবে যে যাই বলুন, দলিত কথাটি যেমন আছে, তেমনি দলিত সাহিত্যও আছে। রবীন্দ্রনাথ যেমন বলেছেন, “স্ত্রীলোকের লেখা, .... এটুকু বলিতে পারি, মেয়ের কথা মেয়েতে যেমন করিয়া লিখিয়াছে এমন কোনো পুরুষ গ্রন্থকার লিখিতে পারে না। ....” ঠিক তেমনি আমরাও বলতে পারি দলিতের কথা দলিত যেমন করে লিখতে পারেন, এমন কোনো উচ্চবর্ণীয় লেখক লিখতে পারেন না। যাকে সাপে কাটেনি, সে বিষের জ্বালা অনুভব করতে পারে না। অতএব “দলিতদের জন্য, দলিতদের কথা, দলিতদের দ্বারা লেখা যে সাহিত্য তা-ই দলিত সাহিত্য।”
দলিত সাহিত্য -এর লেখাগুলো
- MATUYA DHARMA PRASANGE (Odia)
- ডঃ বাবাসাহেব আম্বেদকর
- আমাদের বাবাসাহেব
- সংবিধান কাব্য
- রাম ও কৃষ্ণ চরিতকথা
- বিচারের বাণী Bicharer Bani
- অহল্যা কাহিনি
- জলমাটির মানুষ
- মনুসংহিতায় ব্রাহ্মণ, নারী ও শূদ্রের স্থান
- বিচারের বাণী Bicharer Bani
- তাবিজ--- একটি গল্প, The Tabij--- A Bengali Story
- দিনকাল -- একটি গল্প, DINKAL-- A Story
0 comments:
Post a Comment